`দেশে তিন বছরে মাত্র তিনজন গুম হয়েছেন'

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, জাতিসংঘ যে ৭৬ জনের গুমের তালিকা দিয়েছে তার অধিকাংশ ব্যক্তিই দাগি আসামি হিসেবে জেলে আছেন। কিছু লোক ভারতে এবং কিছু লোক দেশেই ঘুরে বেড়াচ্ছেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশে তিন বছরে মাত্র তিনজন গুম হয়েছেন বা তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না দাবি করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত তিন বছরে আমেরিকায় পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। নিখোঁজ হয়েছে ১৫ লক্ষাধিক। আমাদের দেশে এমন ঘটনা ঘটেনি। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।

Share this news on: